প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সিটি-প্রাইম ব্যাংকের অনুদান

অনুদান হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ কোটি করে মোট ১০ কোটি টাকা দিয়েছে বেসরকারি খাতের সিটি ও প্রাইম ব্যাংক লিমিটেড।
সম্প্রতি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সিটি ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব ও পরিচালক রুবেল আজিজ এবং প্রাইম ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম পাঁচ কোটি করে ১০ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
সিটি ব্যাংকের চেক হস্তান্তর অনুষ্ঠানএসময় প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ উপস্থিত ছিলেন।