নতুন ২ ডেপুটি গভর্নর নিয়োগ এ সপ্তাহেই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের দুইজন ডেপুটি গভর্নরের পদত্যাগের ফলে শূন্যপদ সৃষ্ট হয়েছে। এ শূন্যপদে চলতি সপ্তাহে নিয়োগ পাচ্ছেন দুইজন।
ডেপুটি গভর্নর পদের জন্য প্রাধান্য পেতে পারেন কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান এবং সাবেক নির্বাহী পরিচালকরা (ইডি)। তবে নির্বাহী পরিচালকদের বাইরেও প্রায় এক ডজন জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করেছে ডেপুটি গভর্নর নিয়োগে গঠিত সার্চ কমিটি।
রোববার পর্যন্ত কমিটির সদস্যরা জীবনবৃত্তান্ত যাচাই শেষে ৯ জনের সংক্ষিপ্ত একটি তালিকা প্রস্তুত করেছে। সোমবারের মধ্যে তালিকা থেকে ৫ জনের একটি তালিকা গভর্নর ড আহসান এইচ মনসুর এর সামনে তুলে ধরা হবে। এরপর গভর্নর পরামর্শক্রমে দুইজনকে বাছাই করে তা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে (এফআইডি) পাঠানো হবে। সেখান থেকে দুইজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
এবারে ডেপুটি গভর্নর নিয়োগে স্বচ্ছতা, যোগ্যতা ও কর্মদক্ষতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানায় একটি সূত্র। সেক্ষেত্রে বিদ্যমান ৬২ বছরের বয়সের সীমাও বিবেচনায় নিচ্ছে না ডেপুটি গভর্নর নিয়োগে গঠিত সার্চ কমিটি।