বিএসইসির সুবর্ণজয়ন্তী-২০২১ পুরস্কার পেল ইউসিবি ইনভেস্টমেন্ট

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আয়োজিত সুবর্ণজয়ন্তী-২০২১-এ ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড মার্চেন্ট ব্যাংকিং ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে।
ইউসিবি ইনভেস্টমেন্টের এমডি ও সিইও তানজিম আলমগীর ইউসিবি ইনভেস্টমেন্টের পক্ষ থেকে এ স্বীকৃতি গ্রহণ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।