স্বাধীনতা ও জাতীয় দিবসে সোনালী ব্যাংকের বিভিন্ন কর্মসূচি পালন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সোনালী ব্যাংক লিমিটেড বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুল মান্নান।