ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ডিএমডি হলেন খোরশেদ আনোয়ার

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। ইলেক্ট্রনিক্স, ট্রেডিং, লজিস্টিকস, টেলিকম এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে তার ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এম. খোরশেদ আনোয়ার ইস্টার্ন ব্যাংক লিমিটেডে ২০১০ সালে যোগদান করেন।
রিটেইল ব্যাংকিংয়ের দায়িত্ব নেওয়ার আগে তিনি হেড অব কার্ড বিজনেস, হেড অব কার্ড, হেড অব প্যারোল ব্যাংকিং এবং কাস্টমার প্রপজিশন, হেড অব ডাইরেক্ট বিজনেস এবং হেড অব বিজনেস হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি র্যাংগস গ্রুপ, ডিএইচএল এক্সপ্রেস এবং এয়ারটেল এর মতো গ্লোবাল বহুজাতিক কোম্পানিগুলোতেও কাজ করেছেন। এছাড়া বিদেশেও তিনি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেছেন।
জনাব এম. খোরশেদ আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি ভারতের এনআইএমএম থেকে মেজর ইন মার্কেটিং সহ ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
তিনি তার কর্মজীবনে দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম, কর্মশালা, সেমিনার এবং সম্মেলনে অংশ নিয়েছেন।