শিরোনাম

South east bank ad

ব্যাংক এশিয়ার সিএমএসএমই সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ২১ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ব্যাংক এশিয়ার সিএমএসএমই সম্মেলন অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ার ‘সিএমএসএমই কনফারেন্স-২০২১’ গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (এসএমইএসপিডি) হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন। সম্মেলনে সিএমএসএমইর বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী। এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল এইচ মোল্লা, আলমগীর হোসেন ও সরদার আকতার হামিদ, হেড অব এমএসএমই অ্যান্ড এগ্রিকালচার ডিভিশন মো. শামিনুর রহমান উপস্থিত ছিলেন।

সম্মেলনে অন্যদের মধ্যে ব্যাংকের বিভাগীয় প্রধান, শাখাপ্রধান, ইসলামিক উইন্ডো প্রধানসহ দুই সহস্রাধিক কর্মকর্তা ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: