মেট্রোপলিটন চেম্বারের মেলায় পিএইচপি অটোমোবাইলস

চট্টগ্রামের হালিশহরে মেট্রোপলিটন চেম্বার আয়োজিত মেলায় পিএইচপি অটোমোবাইলস অংশ নিয়েছে। সম্প্রতি পিএইচপি অটোমোবাইলসের উপদেষ্টা মোহাম্মদ আলীর সভাপতিত্বে স্টল উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন পিএইচপি পরিবারের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু। এ সময় পিএইচপি প্রোটন গাড়ি ও কমার্শিয়াল ভেহিকেলসের বিক্রয়প্রধান মেজবাহ উদ্দিন আতিক ও এসএম শাহিনুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ স্টল থেকে প্রোটন প্রিভি, প্রোটন সাগা ও প্রোটন এক্সোরা ছাড়াও পিএইচপির বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল এবং কমার্শিয়াল ও পেসেঞ্জার গাড়ি বিশেষ মূল্যে কেনা যাবে। অনুষ্ঠানে পরিচালক রিংকু বলেন, পিএইচপি পরিবার বিশ্বখ্যাত মালয়েশিয়ার প্রোটন কারের বিভিন্ন ব্র্যান্ড এ দেশে তৈরি করছে। তিনি পুরনো ও রিকন্ডিশন্ড গাড়ির পরিবর্তে দেশে তৈরি প্রোটন গাড়ি ব্যবহারে সবার প্রতি আহ্বান জানান। মেলায় কেনা গাড়ি পিএইচপির পক্ষ থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে বলে জানান সেলসপ্রধান মেজবাহ উদ্দিন আতিক।