আশুগঞ্জে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত আসামীকে আটক করেছে র্যাব-১৪
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
র্যাব-১৪ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব পদ্ধতিতে ৩০ কেজি গাঁজা’সহ হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ জাহাঙ্গীর মিয়া(৪০)কে আটক করেছে ।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ জাহাঙ্গীর মিয়া(২৪), পিতা- মৃত এমাদ মিয়া, সাং-পুলতাকান্দা, থানা-ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে আটক করেন।
এসময় ধৃত আসামীর দখলে থাকা ইঞ্জিন চালিত ভ্যান গাড়ী তাল্লাশী করিয়া ভ্যান গাড়ীটির বডির নিচে বিশেষ কায়দায় টিনের সাহায্য বক্স এর মধ্যে রক্ষিত অবস্থায় ১০টি বান্ডিল খাকি রংয়ের কস্টেপদ্বারা মোড়ানো মোট ৩০(ত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উল্লেখ্য যে, উক্ত মাদক ব্যবসায়ী এর বিরুদ্ধে নরসিংদী জেলার বেলাব থানার মামলা নং-১১(০৯)১৩ ধারা-৩০২/৩৪/ ২০১/৩২৮/৩৭৯/৪১১ পেনাল কোড এর ওয়ারেন্টভূক্ত এক জন আসামী।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।