শিরোনাম

South east bank ad

সততার পরিচয় দিলো রেস্টুরেন্ট কর্মচারী তোফাজ্জল মিয়া

 প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

লটারির পুরস্কার জেতার চেয়েও বেশি কিছু পেয়েছেন ফৌজিয়া আফরিন (২৫), ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া আই ফোন।

১৪ই ফেব্রুয়ারি সন্তানকে কোলে নিয়ে মহাসড়ক পারাপারের সময় মোবাইল টা রাস্তায় পড়ে যায়, তিনি টের পেলেও জীবনের ঝুঁকি নিয়ে ফিরে খোঁজা হয়নি আর।

উত্তরার আব্দুল্লাহপুরে এক রেস্টুরেন্টে কর্মরত তোফাজ্জল রাস্তায় পড়ে থাকা মোবাইল সেটটি পান। অনেকেই বলেছেন এটি আই ফোন, দামি সেট, ফেরত দিতে গেলে ঝামেলা হতে পারে। আবার কেউ বলেছে এটা তুমিই রেখে দাও।

সব কিছু ভুলে সৎ কর্মচারী তোফাজ্জল সেটটি নিয়ে উত্তরা পূর্ব থানায় এসে জমা দেয়। থানা থেকে যোগাযোগ করে সেটটির মালিক ফৌজিয়া আফরিন কে জানানো হয় তার সেটটির কথা।

স্বামীর বিদেশ থেকে আনা শখের দামি সেটটি ফিরে পেতে যাচ্ছেন এটা শুনে প্রচণ্ড অবাক হয়েছিলেন। তোফাজ্জল এর মাধ্যমেই আই ফোনটি হস্তান্তর করা হয়।

সমাজের প্রতিটা কোনায় ছড়িয়ে থাকা তোফাজ্জলরা বেঁচে থাকুক সবার ভালোবাসায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: