শিরোনাম

South east bank ad

গলাচিপায় বিশুদ্ধ পানি সংকটে ১৫ পরিবার

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সঞ্জিব দাস, (পটুয়াখালী):

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের তিন নম্বর ওয়ার্ডে ইউনুচ হাওলাদার বাড়িতে নলকূপ না থাকায় বিপাকে পড়েছেন ১৫টি পরিবারের মানুষ। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সমস্যায় ভুগছেন তারা।

এমতাবস্থায় পুকুর ও খালের পানি ফুটিয়ে ফিটকিরি দিয়ে পান করছেন তারা। বিশুদ্ধ পানির সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন ১৫টি পরিবার। এ বিষয়ে ভুক্তভোগী আবু বকর হাওলাদার জানান, আমাদের এলাকায় কোন গভীর নলকূপ না থাকায় আমরা পুকুর ও খালের পানি ফুটিয়ে ফিটকিরি দিয়ে খাবার পানি হিসেবে ব্যবহার করছি। সাংসারিক কাজেও ব্যবহার করা হচ্ছে এ পানি।

একারণে পেটের পীড়া, চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। উক্ত এলাকার বাসিন্দা আনোয়ার হাওলাদার, দেলোয়ার হাওলাদার, রূপজান বিবি, কল্পনা রানী মন্ডল, নিরঞ্জন মন্ডল, বাবু মন্ডল জানান, আমাদের এলাকায় পান করার মত কোনো নলকূপ না থাকায় আমরা মানবেতর জীবন যাপন করছি।

খাবারের অনুপযোগী পুকুরের ও খালের পানি খেতে বাধ্য হচ্ছি। তারা আরও বলেন, আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে স্কুলের একটি নলকূপ থেকে পানি আনতে হয়। কিন্তু জরুরী মুহুর্তে অত দূরে না গিয়ে পুকুরের পানিই আমাদের একমাত্র ভরসা। আমরা কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি যাতে আমাদের এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করে পানি বাহিত রোগ সহ বিভিন্ন অসুবিধা থেকে আমরা বাঁচতে পারি।

এ বিষয় নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর সায়েদ চৌকিদার বলেন, আসলেই এই ১৫টি পরিবার সুপেয় পানির অভাবে মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে ইউপি সদস্য দেলোয়ার হাওলাদার জানান, এলাকায় খাবারের বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে।

পানি ব্যবহারে মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ইউপি চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার বলেন, বিষয়টি আমি শুনেছি। টিউবওয়েলের বরাদ্দ এলে আমি ব্যবস্থা করব। গলাচিপা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারি প্রকৌশলী মো. আলী আশ্রাব বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায় নি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: