শিরোনাম

South east bank ad

মাতৃভাষা দিবসে নেত্রকোনায় সাংস্কৃতিক আয়োজন

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা):

নানা আয়োজনের মধ্যদিয়ে নেত্রকোনায় শহীদ দিবস ও আন্র্Íজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের চেতনা সমুন্নিত রাখতে নতুন প্রজন্মের মাঝে সঠিকভাবে ভাষার ব্যবহার ও সংস্কৃতিকে তুলে ধরার মধ্য দিয়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্টানে আগামী প্রজন্মকে সম্পৃক্ত করার দাবী জানিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে শুধুমাত্র ফুল দিয়ে নয় নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে নানা আযোজনে দিবস উদযাপিত হয়েছে। আর এমন আয়োজনে নতুন প্রজন্মের মাঝে চেতনা জাগ্রত হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন শিক্ষক অভিভাবকরা।

আজ (২১ ফেব্রুয়ারি) সোমবার প্রতুষ্যে নেত্রকোনা শহরের ছোটবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপশি জেলা শহরের অন্যতম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় গান কবিতা আড্ডাসহ স্কুলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। বিদ্যালয়ের উদ্যোগে নানা বয়সের শিশুদের মাঝে সঠিক শহীদ মিনারের চিত্র আকার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সেইসাথে তারুন্যের সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডার আয়োজনে গানে ও কবিতায় ৫২র ভাষা আন্দোলনের প্রতিবাদ করার ভাষা প্রতিকীভাবে গানে গানেই তুলে ধরা হয়। এভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজন হলে ভাষার মূল মর্ম সম্পর্কে শিশুরা যেমন জানতে পারবে তেমনি বাংলার চর্চাটাও তাদের ভেতরে জাগ্রত হবে। ছোট ছোট শিশুরা মায়ের ভাষা তথা মা মাতৃকাকে ভালোবাসার মধ্য দিয়ে বেড়ে উঠবে এমনটাই প্রত্যাশা করেন নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সরকারসহ অভিবাকরা।

প্রধান শিক্ষক বলেন, সেই ৫২ থেকে এখনো যদি বলি তাহলে এই একুশের সফলতা পূর্ণতা পায়নি। এখনো আমাদের দেশে নিজ ভাষাকে তাছ্যিল্যের সাথে ব্যবহার করা হয়। ইংরেজি ভাষা নিয়ে যত না মাতামাতি সেই তুলনায় নিজ ভাষার প্রতি তেমন মমত্ব নেই। যে কারনে তিনি মনে করেন এখনই সময় প্রতিটি প্রতিষ্ঠান তার নিজ নিজ প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় আলোচনাসহ সুস্থ সংস্কৃতিক চর্চা আয়োজনের মধ্য দিয়ে প্রতিটি জাতীয় দিবস উদযাপন করবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: