শিরোনাম

South east bank ad

কিশোরীকে অপহরণের অভিযোগে ৩ জনের নামে মামলা

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সজ্ঞিব দাস, (পটুয়াখালী):

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দশম শ্রেণির ছাত্রী এক কিশোরীকে (১৩) অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।

মেয়েকে উদ্ধারে ওই কিশোরীর মা মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে পটুয়াখালী প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সহায়তা চেয়েছেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হায়দার জানান, অপহরণের অভিযোগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ওই কিশোরীর মা রাঙ্গাবালী থানায় মামলা করেছেন।

মামলায় রাসেল মৃধা নামে একজনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরও দুই জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত রাসেল মৃধা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের দুধা মৃধার ছেলে।

ওই কিশোরীর মা বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে আমার মেয়ে বই-পুস্তক নিয়ে স্কুলশিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্কুলে যাওয়া-আসার পথে আমার মেয়েকে প্রায়ই প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল রাসেল। বিষয়টি মেয়ে আমাকে জানালে আমি রাসেলের অভিভাবককে জানাই।

এতে রাসেল আরও ক্ষিপ্ত হন। ওইদিন স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করেছে রাসেল বাহিনী। থানায় মামলা হওয়ার পর থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে আমাকে।

ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে রাসেল। এ সময় আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাইলে একটু কথা বলার পরেই ফোন কেড়ে নেওয়া হয়।

আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।’রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জগলুল হায়দার বলেন, ‘আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: