ইউপি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):
চতুর্থ ধাপে গত বছরের (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট জালিয়াতি ও অনিয়মের প্রতিবাদে পুন:নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাসুদ রানা ও রাণীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ওই সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মো. মাসুদ রানা। তিনি বলেন, নির্বাচনের দিন বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ব্যালট পেপার গণনা না করেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার রেখে মনগড়াভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের একদিন পর এসব ব্যালট পেপার উদ্ধার করে উপজেলা প্রশাসন।
এখানে প্রায় ১ হাজার ৭শ ভোট ছিল নৌকার প্রতীকের। এসব ভোট গোপন রেখে আমার বিজয়কে প্রশ্নবিদ্ধ করেছে। এ ব্যাপারে আমি নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও পুনরায় ভোট গ্রহণের দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদে আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবু শামা কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারভেজ আনোয়ার, আওয়ামী লীগ নেতা মোনায়েম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শিহাব আলম প্রমুখ।