ইয়াবা ও সিএনজিসহ দুইজনকে গ্রেফতার করেছে: র্যাব-১৫
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
র্যাব-১৫ উখিয়ার পালংখালী এলাকায় চেকপোস্টে ৫০,০০০ পিস ইয়াবা ও একটি রসিএনজিসহ দুইজন গ্রেফতা।
র্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে যে, টেকনাফ থেকে একটি সিএনজিযোগে কতিপয় মাদক কারবারী মাদকের একটি চালান নিয়ে উখিয়ার বালুখালীর দিকে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজারের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।
তল্লাশীর একপর্যায়ে একটি সিএনজি চেকপোস্টের সামনে আসলে র্যাবের উপস্থিতিতে দুইজন ব্যক্তি সিএনজিসহ পালানোর চেষ্টা করলে ১। আনোয়ার ইসলাম (২০), পিতা-হোসেন শীরফ, মাতা-বিলকিস খাতুন, সাং-সাং-তুলাতুলি খারাইংঘা ঘোনা, ২নং ওয়ার্ড, ২। মোঃ মুছা (২৬), পিতা-আব্দুর রশিদ, মাতা-মৃত রাশেদা বেগম, সাং-কাটাখালী, ০১ নং ওয়ার্ড, উভয় ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদের ধৃতসহ সিএনজিটি জব্দ করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বর্ণিত আসামীদের দেহ এবং ব্যবহৃত সিএনজি তল্লাশী করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।