পুলিশ সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
পুলিশ সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে পালিত হলো এবারের পুলিশ সপ্তাহ।
গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ জেলার সভাপতি মিসেস তাহেরা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন বিভাগের সিনিয়র কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার এসএম মুরাদ আলি তাঁর বক্তব্যে সকল পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনে আরো তৎপর হওয়ার আহবান জানান এবং পুলিশের কল্যাণে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত করা হবে বলে জানান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল।