শিরোনাম

South east bank ad

কেন্দ্রীয় কালী মন্দিরের প্রনামী বাক্স চুরি করে টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর)

নাটোর শহরের লালবাজার কেন্দ্রীয় কালী মন্দিরের প্রনামী বাক্স বা দানবাক্স চুরি করে টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

মন্দিরের নৈশ প্রহরী দ্বিজেন কুমার সরকার জানান, আজ রবিবার ( ১৩ ফেব্রুয়ারি) সকালে মূল মন্দির খোলার পর দেখতে পান শেকল ভেঙ্গে প্রনামী বাক্স নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিষয়টি মন্দির কমিটি ও পুলিশকে জানানো হয়।খবর পেয়ে পুলিশ প্রায় দুইশ গজ দূরে লালদীঘীর পার থেকে খালি বাক্সটি উদ্ধার করে। প্রনামী বাক্সে কি পরিমান টাকা ছিল তা জানাতে পারেনি মন্দির কমিটির সভাপতি খগেন্দ্রনাথ সাহা। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের কথা জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: