শিরোনাম

South east bank ad

৫০ লাখ টাকার স্পন্সর পেলো হকি

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

এশিয়া কাপ হকির বাছাই হিসেবে বিবেচিত হয় এএইচএফ কাপ টুর্নামেন্ট। আগামী ১১ মার্চ থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে এই টুর্নামেন্ট। জাকার্তার এই টুর্নামেন্টে বাংলাদেশ ফেভারিট হয়েই খেলবে। ২০১২ ও ২০১৬ সালে জিমি-চয়নরা চ্যাম্পিয়ন হয়েছিলেন।

এএইচএফ কাপ টুর্নামেন্টের জন্য আজ হকি খেলোয়াড়েরা ফেডারেশনে রিপোর্টিং করবেন। কাল কোভিড পরীক্ষার ফল হাতে পাওয়ার পর বিকেএসপিতে ভারপ্রাপ্ত কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির অনুশীলনে শুরু করবেন জিমি-শিতুলরা। এর আগেই আজ রোববার জিমিদের জন্য আসল ভালো খবর। বাংলাদেশ হকি ফেডারেশনেকে ৫০ লাখ টাকা দিয়েছে ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব.) আবু জাফর চৌধুরী। হকির উন্নয়নে ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি পাশে থাকবে বলেও জানিয়েছেন বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তা।

এই পৃষ্ঠপোষকতা হকি দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে বলে জানান ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, ‘আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব। আশা করি ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারব। এই পৃষ্ঠপোষকতা আমাদের ফেডারেশন ও খেলোয়াড়দের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল।’

হকি স্টেডিয়ামে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের আরো চার সহ-সভাপতি ইউসুফ আলী, সাজেদ এএ আদেল, আব্দুর রশীদ শিকদার ও জাকি আহমেদ রিপন। সদস্যদের মধ্যে ছিলেন রফিকুল ইসলাম কামাল, ফয়সাল আহসানউল্লাহ সহ আরো অনেকে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: