নিখোঁজের চারদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
শামছুজ্জামান বাবুল, (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের চারদিনের পর পুকুরে থেকে আরাফাত রহমান (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।
গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরাফাত রহমান নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে আরাফাত নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখোঁজি করেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে পুকুরে আরাফাতের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা স্বজনদের জানায়। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।