ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে কৃষকের ৬টি গরু
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):
শেরপুরের ঝিনাইগাতীতে এক অগ্নিকান্ডে আয়নাল হক নামে এক খামারির ৬ টি গরু পুড়ে গেছে।
গত (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আয়নাল হক ওই গ্রামের মৃত দুল মাহমুদের ছেলে । আয়না হক একজন প্রান্তিক খামারি। জানা গেছে, গোয়ালঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে অগ্নিকাণ্ডে রান্নাঘর ও গোয়ালঘর সহ একটি ষাড় গরু ও দুইটি গাভী আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আরো দুইটি গাভী এবং দুটি ছোট বাছুর পুড়ে ক্ষতবিক্ষত হয়েছে।
খামারী আয়নাল হক জানান, রাত ৩ টার পরে একালার লোকজনের চিল্লাচিল্লিতে ঘুম ভাঙলে উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন লেগেছে। এলাকার লোকজন আগুন নিভানোর জন্য সার্বিক সহযোগিতা করেছে। পরে শেরপুর ও ঝিনাইগাতী থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
" আইনাল হক আরো বলেন, তিনি গরু পালন ও কৃষি জমি চাষ করে পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ করতেন। আগুনে তার বেচে থাকার অবলম্বন পুড়ে গেছে। তিনি এখন সর্বশান্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদদের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাস্থলে উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধিকে পাঠানো হয়েছে। তিনি সরেজমিনে পরিদর্শন করে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।