শিবগঞ্জে খননযন্ত্রের আঘাতে বৃদ্ধা নিহত
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার শিবগঞ্জে পুকুর থেকে মাটি খননের সময় খনন যন্ত্রের (এক্সকেভেটরের) আঘাতে মরিয়ম বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মুরাইল পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম ওই গ্রামের শাহাদত প্রামানিকের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মরিয়ম বেগম সবজির বাগান থেকে সিম তুলে বাড়ি ফেরার পথে পুকুরে মাটি কাটা দেখছিলেন। এসময় তার পার্শ্বে থাকা মাটিকাটার কাজে নিয়োজিত এক্সকেভেটরের চালক অসাবধানতাবসতঃ মেশিন ঘুরাতে গেলে সামনের অংশ দ্বারা মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মরিয়মের।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় খননযন্ত্রটি আটক করে থানায় আনা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।