শপথ নিলেন আনোয়ারার নবনির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান
জাহিদ হাসান হৃদয়, (চট্টগ্রাম):
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বেলা ১২ টায় চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলার ৯টি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান ।
শপথ নেওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলেন, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউনিয়নের এমএ কাইয়ুম শাহ, রায়পুর ইউনিয়নের আমিন শরীফ, বরুমচড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, বারখাইন ইউনিয়নের হাসনাইন জলিল শাকিল, সদর ইউনিয়নের অসীম কুমার দেব, চাতরী ইউনিয়নের আফতাব উদ্দিন চৌধুরী সোহেল , হাইলধর ইউনিয়নের কলিম উদ্দিন ও জুঁইদন্ডী ইউনিয়নের মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ ।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক ।
শপথ গ্রহণকৃত নব নির্বাচিত চেয়ারম্যানগণ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ৯ জন চেয়ারম্যানের মধ্যে ৮ জন এবং ৩১ জানুয়ারী জুঁইদন্ডীর নির্বাচনে ১ জনসহ ৯ জন শপথ গ্রহণ করেন,তবে অসুস্থতার কারনে শপথ নিতে পারেননি পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী ।