আয়লা পাতাকাটা ইউপি চেয়ারম্যানের জামিন
এম.এস রিয়াদ, (বরগুনা)
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেনের জামিন হয়েছে।
ওই দিন দুপুর ২ টার দিকে বরগুনা জেলগেটে চেয়ারম্যান মোশাররফ হোসেনকে ফুলের মালা পড়িয়ে বরণ করেন এলাকাবাসী।
দ্রুত বিচার আইনে দীর্ঘদিন পলাতক থাকায় চেয়ারম্যান মোশাররফ হোসেন হাজির হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে বরগুনার দ্রুত বিচার আদালতের বিচারক মো. নাহিদ হোসেন এ আদেশ দেন।
মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) ওই আদালত মোশাররফের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে তিনি আদালতে হাজির হলে তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তিনি গত বছরের ১২ জুন দুপুরের দিকে ওই ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী এম মজিবুল হক কিসলুর সমর্থকদের ওপর হামলা করে ১৩টি মোটরসাইকেল ভাঙচুর, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও মজনুকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। নৌকার প্রার্থী বাদী হয়ে পরদিন ১৩ জুন বরগুনা থানায় ১৩২ জনকে আসামি করে একটি মামলা করেন। সেই মামলায় কিছু আসামি জামিনে গেলেও চেয়ারম্যান মোশাররফ দীর্ঘদিন পলাতক ছিলেন।