শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাইদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):

শেরপুরের নকলায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন-২-প্রকল্পের আওতায় নির্মিত গৃহহীন ও ভূমিহীনদের ঘরের নির্মান কাজ পরদর্শন করেছেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমশিনার (সার্বিক) আনোয়ার হোসেন।

আজ মঙ্গলবার (৮ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত গৃহহীন ও ভূমিহীনদের ঘরের নির্মান কাজ পরদর্শন করেন তিনি।

এময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রথম পর্যায়ে এ উপজেলায় ৫৮টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। ২য় পর্যায়ে আরো ৪২টি পরিবারকে এসব ঘর প্রদান করা হয়েছে।

তৃতীয় পর্যায়ে আরো ৩০টি ঘরের কাজ নির্মানাধীন রয়েছেন। ২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট আধা-পাকা ঘর নির্মান করে দেয়া হচ্ছে। প্রতিটি ঘরে থাকবে দু’টি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। সুবিধাভোগীদের এসব ঘরসহ জমি কবুলিয়াত করে দেয়া হবে। প্রতিটি পরিবার এতে ঘরসহ গড়ে প্রায় ২ শতাংশ জমি পাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: