শিরোনাম

South east bank ad

স্টাইল করে চুল কাটায় কিশোরকে মাথা ন্যাড়া করে মারধর

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি):

স্টাইল করে চুলের কাটার কারণে ঝালকাঠির নলছিটিতে এক কিশোর শিক্ষার্থীকে সেলুনে ধরে নিয়ে মাথা ন্যাড়া করে মারধর করার অভিযোগ উঠেছে।

মো. হৃদয় হাওলাদার (১২) নামে ওই কিশোর দক্ষিণ মগড় এলাকার ইজিবাইক চালক মো. ফারুক হাওলাদারের ছেলে। সে স্থানীয় মগর দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণির ছাত্র।

অভিযুক্ত মো. হায়দার হাওলাদার (৬০) দক্ষিণ মগড় এলাকার মৃত বাকে আলীর ছেলে। সে মগর ইউনিয়নের চেয়ারম্যান মো. এনামুল হকের চাচা। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরের বাবা ফারুক হাওলাদার সোমবার রাতে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের উধৃতি দিয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সোমবার সকালে হৃদয় হাওলাদার আমিরাবাদ বাজারের নরসুন্দর অমল শীলের দোকানে গিয়ে ছোট করে চুল কাটে। এসময় সেলুনে উপস্থিত মগর ইউনিয়নের চেয়ারম্যান মো. এনামুল হকের চাচা মো. হায়দার হাওলাদার হৃদয়ের চুলের কাটিং দেখে ক্ষিপ্ত হয়।

পরে সেলুনের চুল ছোট করার যন্ত্র দিয়ে সে হৃদয়ের মাথার চুল সম্পূর্ণ ন্যাড়া করে দেন। হৃদয় এর প্রতিবাদ করলে হায়দার হাওলাদার তাকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে হৃদয়ের বাবা ফারুক হাওলাদার থানায় একটি লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় তদন্ত করে আইনহত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি আতাউর রহমান।

হৃদয়ের বাবা ফারুক হাওলাদার বলেন, আমার ছেলের চুলের কাটিং ভালো না লাগলে আমার কাছে বলতে পরতেন। কিন্তু তা না করে হায়দার হওলাদার চেয়ারম্যানের প্রভাব দেখিয়ে নিজেই আমার ছেলের মাথা ন্যাড়াছে। এমনকী মরধর করে ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।

অভিযুক্ত হায়দার হাওলাদার সাংবাদিকদের বলেন, ওই কিশোর ছেলেটি উগ্র স্টাইলে চুল কাটায় মাথা ন্যাড়া করে দিয়ে একটু শাসন করেছি। ছেলেপানদের একটু শাসন না করলে ওরা নষ্ট হয়ে যাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: