শিরোনাম

South east bank ad

ডিআরইউতে সাংবাদিক পীর হাবিবুর রহমানের তৃতীয় জানাজা সম্পন্ন

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে।আজ (০৬ ফেব্রুয়ারি) রোববার বিকেল আড়াইটায় রাজধানীর ঢাকা ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে এ জানাজা হয়।

ডিআরইউর জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ মানুষ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক হাসিবসহ সংগঠনটির নেতারা।

এর আগে, জাতীয় প্রেসক্লাবে পীর হাবিবুর রহমানের দ্বিতীয় জানাজা হয়। এ জানাজায় উপস্থিত ছিলেন দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, এডিটর গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাইফুল আলম প্রমুখ।

জানাজা শেষে পীর হাবিবুর রহমানের মরদেহে শ্রদ্ধা জানায় জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি, এডিটর্স গিল্ড, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, দৈনিক দেশ রূপান্তর, সকালের সময়, ভারতীয় হাইকমিশনসহ অন্যান্য সংগঠন। জানাজা শেষে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের সাংবাদিকরা।

জানাজার আগে কান্নাজড়িত কন্ঠে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, পীর হাবিবুর রহমান সাহসী সাংবাদিক ছিলেন। আমরা একজন সাহসী সাংবাদিককে হারালাম। তার অগণিত পাঠক আছেন, যারা তার কলামের জন্য অপেক্ষা করতেন। তারাও তাদের প্রিয় কলামিস্টকে হারালেন।

পীর হাবিবুর রহমানকে স্মরণ করে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, পীর হাবিবুর রহমানের চলে যাওয়া নিঃসন্দেহে আকাল মৃত্যু। কারণ তার বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর। তিনি জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। তার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি।

পীর হাবিবুর রহমানের ছেলে ব্যারিস্টার অন্তর বলেন, আমার পরিবারের জন্য বাবা ছায়া ছিলেন। তিনি থাকলে মনে হতো সব ঠিক। আমি আমার ছায়াকে হারালাম। বাবা বলতো আমার টাকা-পয়সার দরকার নেই। আমার মৃত্যুর পর আমাকে শহিদ মিনার ও জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাবে। বাবা মানুষের জন্য লিখতে চেয়েছেন। সেই সাহাসিকতা তার ছিল। তার জন্য তিনি অনেক কিছু সহ্য করেছেন।

তিনি আরো বলেন, মানুষ আশা করতেন বাবা অনেক কিছু লিখবেন। হয়তো উনার অনেক সীমাবদ্ধতা ছিল। উনি পারেননি। আল্লাহ যেন বাবাকে বেহেশত নসিব করেন সেজন্য আপনারা দোয়া করবেন।

তারও আগে, রোববার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে পীর হাবিবুর রহমানের প্রথম জানাজা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক আহমদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মুক্তিযু্দ্ধ বিষয়ক সম্পাদক মৃর্ণাল কান্তি দাস, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: