শিরোনাম

South east bank ad

“বাকী ও ধারের টাকা চাওয়ায় ওই দোকানীকে হত্যা”

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, (গোপালগঞ্জ):

গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের মুদি দোকানী গাউজ দাঁড়িয়া (৪৫) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছেন পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী ও ধারের টাকা চাওয়ায় ওই দোকানীকে হত্যা করা হয়েছে বলে আজ রবিবার (০৬ ফেব্রুয়ারী) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান।

গতকাল শনিবার (০৫ ফেব্রুয়ারী) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর ও সদর উপজেলার খানারপাড় গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার খানারপাড় গ্রামের কাইয়ুম মোল্লার ছেলে ই¯্রাফিল মোল্লা (২২), একই গ্রামের হাসান উদ্দিন দাঁড়িয়ার ছেলে আজিজুর ওরফে কুটি দাঁড়িয়া (৫০) ও কামাল দাঁড়িয়ার ছেলে বজলু দাড়িয়া ওরফে রাজিব (২৩)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান জানান, গ্রেফতারকৃত ইসরাফিল, আজিজুর ও বজলু বিভিন্ন সময় হত্যাকান্ডের শিকার গাউজ দাঁড়িয়ার দোকান থেকে বাকীতে কেনাকাটা ও টাকা ধার নিতেন। এই বাকী টাকা চাইলে গ্রেফতারকৃতরা গাউজ দাঁড়িয়াকে হত্যার পরিকল্পনা করে।

সেই পরিকল্পনা মতে গত (২ ফেব্রুয়ারী) রাতে প্রতিদিনের মত দোকানে ঘুমিয়ে ছিলেন গাউজ দাঁড়িয়া। তাকে ঘুম থেকে উঠিয়ে প্রথমে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে সে নিস্তেজ হয়ে পড়লে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ফেলে দেয়। পরের দিন ৩ ফেব্রুয়ারী সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, হত্যাকান্ড ঘটানোর পর ইসরাফিল বাড়ীতে চলে যায় ও পরের দিন আত্মগোপন করে। অন্য দুইজনকে যাতে কেউ সন্দেহ না করে সেজন্য তারা মরদেহ দাফনে সহযোগীতা করে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। এদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: