শিরোনাম

South east bank ad

ঝুঁকিপূর্ণ মজিব বিল্ডিং-যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

 প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী):

রাজবাড়ী শহরের সবচে পুরাতন ভবন মজিব বিল্ডিং ভেঙে পড়তে শুরু করেছে।

আজ ০৫ ফেব্রুয়ারী শনিবার সকালে হঠাৎ করেই বিল্ডিং এর ২য় তলার এক পাশের কানিশের কিছু অংশ ভেঙে পড়ে যায়।

পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন ৭জন দোকানী। ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যে কোনও সময় ভেঙে পড়তে পারে। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাও ব্যবসায়ীরা বছরের পর বছর অত্যন্ত ঝুঁকিপূর্ণ মার্কেট ব্যবসা পরিচালনা করছেন।

১৯৬৭ সালে নির্মাণ করা হয় এই মজিব বিল্ডিং। যে কারনেই মজিব বল্ডিংকে রাজবাড়ী জেলার প্রথম ভবন বলা হয়ে থাকে।এই মার্কেট ১৫টি দোকান ঘর আছে।পুরাতণ ভবন হিসেবে ২০১২ সালে মার্কেটটিকে পরিত্যক্ত ঘোষনা করে পৌর কতৃপক্ষ।কিন্ত দোকানীদের সাথে মার্কেট মালিক পক্ষের সাথে সমজতা না হওয়ায় দোকানীরা আদালতে মামলা দায়ের করেন।পরে আদালত ১৪৪ধারা জারি করেন।

রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে ২০১২সালের অক্টোবর মাসের ৮তারিখে পরিত্যক্ত ভবন ঘোষণা দিয়ে মার্কেট ভেঙ্গে ফেলার জন্য লিখিত ভাবে মালিক পক্ষকে জানায়।পৌর সভার পক্ষ থেকে বলা হয়, বিল্ডিং নির্মাণকাল ১৯৬৭ সাল, যা প্রায় ৪৫বছর। বর্তমানে ভবনটির বিভিন্ন অংশে ফাটল ধরেছে যা ব্যবহার অনুপযোগী এবং যে কোন মূহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে।পৌর পরিষদে ২৫/০৬/২০১২-তারিখে সভার সিদ্ধান্ত অনুযায়ী ও পৌর আইন/২০০৯ এর ৩৭)ধারা মোতাবেক জনসার্থে উক্ত ঝুকিপূর্ণ মজিব বিল্ডিং ভেঙ্গে উক্ত স্থানে আধুনিক নতুন ভবণ নির্মাণ করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা গেল।

মজিব বিল্ডিং এর শামীম লাইব্রেরীর মালিক সৈয়দ মোকলেস আলী সাগর বলেন, মার্কেট ভেঙে নতুন করে বহুতল ভবন নির্মাণ করুক আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আমাদের পাপ্য আমাদের বুঝিয়ে দিক। আমাদের নির্ধারিত একটা সময় দিক কিভাবে আমাদের তারা দোকান ঘর কতদিনের মধ্যে বুঝিয়ে দিবেন।সে বিষয়ে তারা কোন কথা বলে না।এর মধ্যে আমাদের কে একটি উচ্ছেদ নোটিস দেয় মালিক পক্ষ। পরবর্তীতে আমরা ৮জন ব্যবসায়ী আদালতে মামলা দায়ের করি।২০১২ সালে মার্কেট পরিত্যাক্ত করার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন এই ব্যবসায়ী।

মজিব বিল্ডিং এর মালিক মোঃ মনির হোসেন জানিয়েছেন মার্কেটটি ১৯৬৭ সালে নির্মাণ করা হয়, রাজবাড়ী জেলার সবচে পুরাতণ ভবন এটি।২০১২ সালের দিকে যখন মার্কেট এর কিছু কিছু অংশ ভেঙ্গ যাচ্ছিল তখন আমরা জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করি।পরবর্তীতে পৌরসভা থেকে সার্বেয়ার ও ইঞ্জিনিয়ার পরিদর্শন করে পরিত্যাক্ত ঘোষণা করে। এর পরে আমরা দোকান ঘর মালিকদেরকে লিখিত ভাবে বলা জানানো হয়।১৫টি ঘর মালিকের মধ্যে ৭জন রাজি হলেও বাকি ৮জন দোকান ঘর ছাড়তে রাজি হয় না।এবং তারা আদালতে মামলা দিয়ে ১৪৪ধারা জাড়ি করে।আদালতে মামলা চলছে যে কারনে আমরা কিছুই করতে পারছি না।এখন মার্কেট এর অবস্থা এটা যদি দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে ফেলা না হয়, তাহলে রানা প্লাজার মত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: