শিরোনাম

South east bank ad

চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী দিদারুল র‍্যাবের হাতে গ্রেফতার

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী মোঃ দিদার মিয়া ওরফে বুইল্লা দিদারুল হোসেন (২২) কে ঢাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জ এর একটি আভিযানিক দল। আসামী মোঃ দিদার মিয়া ওরফে বুইল্লা দিদারুল হোসেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মো: জাহাঙ্গীর মিয়ার ছেলে।

র‍্যাব ৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার রাতে জানান, আসামি দিদারুল ঢাকায় অবস্থায় করেছে এমন সংবাদের ভিত্তিতে সাড়াশি অভিযানে নামে র‌্যাব-৯, সিপিসি-১ এর একটি আভিযানিক দল।

গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত সাড়াশি অভিযান পরিচালনা করে ডিএমপি ঢাকার বাড্ডা থানাধীন ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে দিদারুলকে গ্রেফতার করেন। দিদারুল গণধর্ষণ মামলার এজাহার নামীয় ২ নং আসামি।

গত (১৫ জানুয়ারী) মাধবপুরে গার্মেন্টস ফ্যাক্টরী থেকে বাড়ী ফেরার পথে এক নারীকে শ্রমিকে জোরপূর্বক গণধর্ষণ করে দিদারুল সহ আারজন । এই ঘটনায় ভিকটিম মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এঘটনা নিয়ে জেলা উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টি পুলিশের পাশাপাশি র‌্যাব মামলাটি তদন্ত শুরু করে। ঘটনার পরপরই মামলার ১ নং আসামী পুলিশ গ্রেফতার করে এবং উক্ত মামলার ৩ ও ৪ নং আসামীকে র‌্যাব-৯, সিপিসি-১ গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে । গ্রেফতার দিদারুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানায় ।

পরে আজ বুধবার সন্ধ্যায় আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল (০৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার আসামী দিদারুলকে আদালতে পাঠানো হবে। এ মামলায় এজহারে ৪ চারজনইকেই গ্রেফতার করা হয়েছে ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: