প্রয়াত আ’লীগ নেতা মুনসুর আহমেদ এর রুহের মাগফিরাত কামনায় দোয়া
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সাতক্ষীরা জেলা আ’লীগের প্রয়াত সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ (১ফেব্রুয়ারি) মঙ্গলবার আসরের নামাজের পর উত্তর পলাশপোল কবরস্থান মসজিদে জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের উদ্যোগে ওই দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সমীর বসু, জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, শ্রমিকলীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি, কাজী আকতারুজ্জামান মহব্বত, শফিউর রহমান শফি, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসাইন জুয়েল, ছাত্রলীগ নেতা গোলাম খায়রুল্লাহ আরাফাত, মাস্টার মুজিদ, সৌরভ বসু প্রমূখ।
এসময় প্রয়াত আ’লীগনেতা মুনসুর আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ রুহুল কুদ্দুস।