পদক প্রাপ্ত পুলিশ অফিসার ও ফোর্সদের ডিআইজি’ ঢাকা রেঞ্জের অভিনন্দন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ (১ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) ঢাকা রেঞ্জের পদক প্রাপ্ত সাত জন পুলিশ অফিসার/ ফোর্সকে আইজিপি ব্যাজ পড়িয়ে দেন।
উল্লেখ্য জিহাদুল কবির, বিপিএম, পিপিএম গত ৯/৯/২০১৯ খ্রি: ঢাকা রেঞ্জে যোগদান করে অতিরিক্ত ডিআইজি (অপরাধ) হিসেবে ডিআইজি, ঢাকা রেঞ্জের প্রত্যক্ষ নির্দেশনায় ঢাকা রেঞ্জে পুলিশের বিভিন্ন গণমুখী কার্যক্রম, জনবান্ধব পুলিশিং এর উদ্ভাবন, সেবা সহজীকরণ, সন্ত্রাস-জঙ্গীবাদ দমন ও আইন-শৃঙ্খলা উন্নয়নে সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
এছাড়া আইজিপি ব্যাজপ্রাপ্ত নুরে আলম মিনা বিপিএম(বার), পিপিএম গত ২৮/০১/২০২০খ্রি ঢাকা রেঞ্জে যোগদান করে অতিরিক্ত ডিআইজি (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) হিসেবে দায়িত্বভার গ্রহণ করে নিজ দায়িত্ব-কর্তব্য পালনের পাশাপাশি ডিআইজি, ঢাকা রেঞ্জের নির্দেশনায় পুলিশ সদস্যদের সম্পর্কে গোপনীয় তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ করোনাকালীণ সময় ঝুঁকি নিয়ে সেবামূলক কর্মকান্ড সফলভাবে পরিচালনা করেন। যার ফলে ঢাকা রেঞ্জের মানবিক কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এছাড়াও ঢাকা রেঞ্জে বিভিন্ন দাপ্তরিক কর্মকান্ডকে বেগবান ও পুলিশের সেবার মান উন্নয়নের লক্ষ্যে নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করে যে সকল পুলিশ সদস্য ২০২০ ও ২০২১ সালের আইজিপি ব্যাজ অর্জন করেছেন তারা হলেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), জনাব মোঃ ফরহাদ হায়দার, এসআই (নিঃ)/ মোঃ ইমরান উকিল, কনস্টেবল/০১ শেখ মজিবুর রহমান, কনস্টেবল/ ৫৭৩ মোঃ মুরাদ হাসান মুন্না এবং কনস্টেবল/১৮ সাজ্জাদ হোসেন।
ঢাকা রেঞ্জ ডিআইজি পদকপ্রাপ্তদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে জনবান্ধব ও মানবিক পুলিশি কর্মকান্ড পরিচালনার কারণে ঢাকা রেঞ্জের সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সকল পুলিশ সদস্যকে আরো দায়িত্ববান হওয়ার পাশাপাশি আইজিপি পদক প্রাপ্ত সকলকে পুলিশ বিভাগের প্রাপ্ত এ সম্মানের মর্যাদা অক্ষুন্ন রাখার নির্দেশনা প্রদান করেন।