বগুড়ায় রাজাপুর ইউনিয়নে নৌকা ভোট পেল ১৩৩, ফাঁপোড়ে ৬০৬
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়া উপজেলা সদরের ফাঁপোড় ও রাজাপুর ইউনিয়নের নির্বাচনে নৌকাকে পিছনে ফেলে স্বতন্ত্র দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। এই দুটি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন যথাক্রমে ৬০৬ ও ১৩৩ ভোট।
ফাপোঁড় ইউপিতে স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকে মেহেদী হাসান ২ হাজার ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া রাজাপুর ইউপিতে রাজিবুল ইসলাম খান রাজু মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৫১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
আজ (৩১ জানুয়ারি) সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিসার এ এস এম জাকির হোসেন।
ফাঁপোড় ইউপিতে অটোরিকশা প্রতীকে মেহেদী হাসান ২ হাজার ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী রেজাউল হক ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬২ ভোট, মহরম আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন এক হাজার ৫৭৯ ভোট।
আর এই ইউনিয়নের নৌকা প্রতীকে শফি মাহমুদ ভোট পেয়েছেন ৬০৬। এই ইউপিতে মোট ভোটার ৯ হাজার ৩৩৭ জন। এর মধ্যে ৮ হাজার ১৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
অপরদিকে, রাজাপুর ইউপিতে রাজিবুল ইসলাম খান রাজু মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৫১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২৭ ভোট।
আর নৌকা প্রতীকে আবু জাফর ফারাজী পেয়েছেন ১৩৩ ভোট। এই ইউপিতে মোট ভোটার ৭ হাজার ৩১৭ এর মধ্যে ৬ হাজার ৩৬৫জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।