অটোরিকশার গ্যারেজে মিললো দেড় কোটি টাকার ইয়াবা
জাহিদ হাসান হৃদয়, (চট্টগ্রাম):
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অটোরিক্সার গ্যারেজ থেকে ১ কোটি ৪৬ লাখ টাকা মূল্যের ৪৮ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সৈয়দ (৬১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গতকাল শনিবার (২৯-জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের দোভাষীবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজ (৩০ জানুয়ারি) রবিবার বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল দোভাষীবাজার এলাকার একটি গ্যারেজে থেকে সাড়ে ৪৮ হাজার ইয়াবাসহ মোহাম্মদ সৈয়দকে আটক করে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটককৃত সৈয়দকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।