শিরোনাম

South east bank ad

শীতার্তদের পাশে "আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন"

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদ হাসান হৃদয়, (চট্টগ্রাম):

দেশব্যাপী চলছে শৈত্যপ্রবাহ। প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে জন-জীবন। বিশেষ করে কষ্ট সহ্য করতে হচ্ছে ছিন্নমুল ও খেটে খাওয়া সাধারণ মানুষকে। এই তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে গভীর রাতে অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন "আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন"।

গতকাল শনিবার (২৯ জানুয়ারী ) মধ্যরাতে উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন "আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন"।

এ সময় চাতরী ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল মনছুর, বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান,আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন সভাপতি সাংবাদিক শেখ আবদুল্লাহ, সংগঠনের সহ- সভাপতি শিপন চৌধুরী , সাংগঠ‌নিক সম্পাদক জুয়েল,অর্থ- সম্পাদক মুসা করিম , সহ- অর্থ- সম্পাদক শফি আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সদস্য নোমান ,জাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: