কোম্পানীগঞ্জে রাস্তার পাশে মিলল পাইপগান-কার্তুজ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুছারপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাগধারা টু সোনাগাজী সড়কে রাস্তার পাশ থেকে পরিতক্ত্য অবস্থায় এই অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমন বলেন। উপজেলার মুছাপুর ইউনিয়নের চৌধুরী বাজারে শনিবার রাত সাড়ে ৭ টার দিকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমথর্করা মুখোমুখি অবস্থান নেয়।
পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও ডিবি পুলিশের উপস্থিতির কারণে কোন সমস্যা হয়নি। তবে এ সময় পুলিশের উপস্থিতি ও তাৎক্ষণিকভাবে চেকিং আওতায় কে বা কাহার উক্ত অস্ত্র ও এক রাউন্ড গুলি ফেলে পালিয়ে যায়।