রেড সেল ইন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে রক্তদান সংগঠন রেড সেল ইন বাংলাদেশের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত রেড সেলের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে উপজেলা সচ্ছলতা মিলনায়তনে আলোচনা সভা ও বিভিন্ন আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
শাহাদাত হোসেন লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, ছাত্রলীগের সভাপতি আনু মোঃ সুমন, প্রেসক্লাবের সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক আলাউদ্দিন আল রনি, সাংবাদিক সানাউল হক চৌধুরী শামীম, সভাপতি হিসাবে বক্তব্য শেষ করেন শেখ ঈমন ইসলাম।
পরে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করার।