শিরোনাম

South east bank ad

নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীদের জরিমানা

 প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের মুক্তাগাছার কালিবাড়ি এলাকা থেকে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে মুক্তাগাছা থানা পুলিশ। এসময় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করার দায়ে ৬ ব্যবসায়ীকে বিভিন্ন অর্থে মোট ৮০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাব ইন্সেপেক্টর সাদিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযন পরিচালিত হয়।

তিনি বলেন একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি বাজারজাত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীবাড়ি, বটতলা এবং কাঠবওলা বাজারে বিশেষ অভিযান চালিয়ে আইন সৃংক্ষলা বাহিনীর সহযোগীতায় প্রায় ১৮ হাজার শলাকা মটর বিড়ি ও ১২ হাজার শলাকা জনি বিড়ি জব্দ করা হয়। ব্যাবসায়ী গন কমদামী ও নকল বিড়ি আর কখনো বিক্রি করবেন না বলে পুলিশ ও জনপ্রতিনিধিদের কাছে প্রতিশ্রুতিবদ্ব হন। জব্দ করা নকল বিড়ি ঘটনাস্থলেই নষ্ট করা হয়।

সেখানে সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে বিড়িতে নিজেদের মতো করে নকল ব্যান্ডরোল ছাপিয়ে তা যুক্ত করে সেই বিড়ি বাজারজাত করা হত।

এ সময় পুলিশ দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান, উপজেলার সকল বাজার ও দোকান হতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি তুলে ফেলতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটিকে দায়িত্ব দেয়া হয়। ময়মনসিংহের কোথাও এধরনের অবৈধ বিড়ি পাওয়া গেলে আইন শৃংখলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়।

ব্যবসায়ীদেরকে এধরনের অবৈধ বিড়ি বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: