শিরোনাম

South east bank ad

ছাত্রদলের অনশন কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

 প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ায় ছাত্রদলের অনশন কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশের সামনেই লাঠিসোঠা নিয়ে তাদের ধাওয়া করে বিএনপির দলীয় কার্যালয়ে পাঠানো হয়।

এ সময় কয়েকজন ছাত্রদল কর্মী সদর পুলিশ ফাঁড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকেও তাদেরকে বেধড়ক মারপিট করে। এরপর লাঠিসোঠা হাতে মিছিল করে পুলিশের সামনেই বিএনপি কার্যালয়ের বাইরে থাকা কিছু ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলা হয়।

এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, পূর্বপরিকল্পনা অনুসারে ছাত্রদলের কিছু নেতাকর্মী কর্মসূচি চলাকালে পাশেই বিদূ্যুৎ অফিসের সামনে অবস্থান করা ছাত্রলীগ নেতাদের উপর হামলা চালায়।

আজ (২৫ জানুয়ারি) মঙ্গলবার দুপুর একটার দিকে শহরের শহীদ খোকন পার্কে এ ঘটনা ঘটে। হামলা পাল্টা হামলার ঘটনায় জেলা ছাত্রদল ও ছাত্রলীগ একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে।
জানা গেছে, সিলেটের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদল শহরের শহীদ খোকন পার্কে সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি শুরু করে।

ছাত্রদল নেতারা অভিযোগ করে জানায়, দুপুর সোয়া একটার দিকে ছাত্রলীগের একদল নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পার্কে ঢুকে অনশনরত নেতাকর্মীর ওপর অতর্কিত হামলা করে পার্ক থেকে বের করে দেয়। পরে ধাওয়া খেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা নবাববাড়ি সড়কের বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেয়।

দলছুট হয়ে কতিপয় ছাত্রদল নেতা-কর্মী সদর পুলিশ ফাঁড়িতে আশ্রয় নিলে হামলাকারিরা সেখানে ঢুকে পুলিশের সামনেই তাদেরকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে রেখে যায়। এতেই শেষ নয়, ঘটনার ১০ মিনিটের মধ্যে অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকর্মী লাঠি হাতে নবাববাড়ি সড়ক হয়ে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সেখানে টানানো ব্যানার ফেষ্টুন ছিড়ে ফেলে।

তারা এ সময় বিএনপি ও ছাত্রদল বিরোধী শ্লোগান দেয়। লাঠি হাতে ছাত্রলীগ কর্মীদের এই মহড়াকালে পেছনেই ছিলো পুলিশ। ঘটনার সময় পুলিশকে নীরব দেখে আশেপাশের সড়কে চলাচলরত পথচারিরা ভয়ে দিকবিদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান রিগ্যান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খোকন পার্কে শাবির ভিসির পদত্যাগের দাবিতে সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি চলছিল। দুপুর সোয়া একটার দিকে ছাত্রলীগের একদল নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পার্কে ঢুকে অতর্কিত ধাওয়া করেন।

ওই সময় আমাদের ছেলেরা সেটি প্রতিহত করার চেষ্টা করে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অনশন করছিলাম। তারা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করল। পরে আমরা আমাদের দলীয় কার্যালয়ে চলে এসেছি।

জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, আমাদের কয়েকজন নেতাকর্মী খোকন পার্কের পাশে চা পান করছিলেন। এমন সময় ছাত্রদল তাদের ওপর অতর্কিতে হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আমরা সাতমাথায় ছিলাম।

এ ঘটনা শোনার পরপরই আমরা সেখানে ছুটে যাই। গিয়ে দেখি ছাত্রদলের নেতাকর্মীরাই আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে। এ সময় কতিপয় ছাত্রদলের নেতা কোমরে রাখা অস্ত্র দেখিয়ে ভয় দেখান।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দু পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত করেন।

তিনি পুলিশের সামনে লাঠি নিয়ে ছাত্রলীগের কর্মীদের মহড়া দেয়ার তথ্য সঠিক নয় বলে দাবি করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: