নতুন সহকারী কমিশনার (ভূমি) রেহানা মজুমদার মুক্তি
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
হবিগঞ্জের বাহুবল উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) রেহানা মজুমদার মুক্তি যোগদান করেছেন।
তিনি প্রশাসনের ৩৭ তম বিসিএস ক্যাডার।
বেগম রেহানা মজুমদার মুক্তি ফেনী জেলার কৃতি সন্তান, এর আগে তিনি নাটোরে কর্মরত ছিলেন, নাটোর থেকে গত রবিবার (২৩ জানুয়ারী) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার ভূমি হিসেবে বদলি করা হয়।
বেগম রেহানা মজুমদার মুক্তি সোমবার বিকেলে সহকারী কমিশনার ভূমি হিসেবে বাহুবলে যোগদান করেন।
এসময় বেগম রেহানা মজুমদার মুক্তিকে ফুল দিয়ে বরণ করেন বাহুবলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত চুনারুঘাটের সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল।