ভালুকায় তুলার গোডাউনে আগুন
জাহিদুল ইসলাম খান, (ময়মনসিংহ):
ভালুকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল (২৩ জানুয়ারি) রবিবার রাতে উপজেলার ভরাডোবা ইউনিয়নের তাফরিদ কটন মিলস্ লিমিটেডে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আল-মামুন জানান, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪/৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে গোডাউনের বেশ কিছু তুলার গাইড পুড়ে গেছে। আগুনের সূত্রপাত বিষয়ে তদন্ত করে বলতে হবে।’
তাফরিদ কটন মিলস লিমিটেডের সহ. মহা ব্যাবস্থাপন খায়রুল ইসলাম জানান, ‘ভয়াবহ অগ্নিকান্ডে গোডাউনে রাখা প্রায় ১১শত বেল তুলা ভস্মীভূত হয়েছে। তাছাড়া ৫শত বেল তুলা ফায়ার ব্রিগ্রেডের নিক্ষিপ্ত পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।’