শিরোনাম

South east bank ad

জামালপুর ডিপিএফ’র পর্যালাচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর):

জামালপুর ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর পর্যালাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ জানুয়ারী) বিকালে জামালপুর জেলা প্রশাসকের মিলনায়তনে এক পর্যালাচনা সভার আয়োজন করা হয়, এসসয় জুম অনলাইন প্লাটফর্মের মাধ্যমও অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপিএফ জামালপুরে সহ-সভাপতি সাযযাদ আনসারী,সংঠনেরর সদস্য এনামুল হকর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক ও জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ মোকলছুর রহমান।

বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, ডেপুুটি সিভিল সার্জন ডাঃ সৈয়দ আহাম্মদ আল শাফি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরর উপ-পরিচালক মাে. মাজহারুল হক চৌধুরী, জামালপুর সদর উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, ইসলামপুর উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম এ তাহের প্রমুখ।

উপস্থিত হয়ে বক্তব্য রাখেন দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এমএ জলিল, শাহীনুল হক, সিজি সদস্য রাজিনা আক্তার ও সিএসজি সভাপতি মাকসুদুর রহমান।

বক্তব্যে বলেন, সেবা গ্রহিতারা জানান ডিপিএফের সেমিনারের পর কমিউনিটি ক্লিনিককে সেবার মান বৃদ্ধি পেলেও ওষুধের সল্পতা রয়েছে। এদিকে অতিথিরা বলেন,চলমান পদক্ষপ ও ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যম সেবার মান বৃদ্ধি করার প্রতিশ্রুতি প্রদান করেন।

পরে পর্যালাচনা সভার শেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ডিপিএফ’ মেম্বার তানভীর আহমেদ হীরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: