বার্ষিক কোয়ালিফাইং পরীক্ষা অনুষ্ঠিত
শামীম আলম, (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জে হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ডিপ্লোমা ইন আয়ুবের্দিক মেডসিন আ্যান্ড সার্জারী চার বছর মেয়াদী কোর্সের ২০২১ সালের বার্ষিক কোয়ালিফাইং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এই পরিক্ষা গত (৯ জানুয়ারি) হতে শুরু হয়েছে আগামী ১৫ জানুয়ারঢী শেষ হবে। সকাল ১০ টা থেকে দুপুর ০১টা পর্যন্ত মনোরম পরিবেশে ও সামাজিক দুরত্ব বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ কেন্দ্রে ৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্র সচিব ডক্টর খাজা নাসীরুল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার সরোয়ার আলম , নূরুল ইসলাম আব্দুল্লাহ ,সুলতান মাহমুদ খসরু, মাহমুদুর রহমান প্রমুখ।
বাংলাদেশ ইউনানী আয়ুর্বেক বোর্ডের মোহাম্মদ সাইফুল্যা কেন্দ্র পর্যবের্ক্ষণ করে বলেন , হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ডিপ্লোমা ইন আয়ুবের্দিক মেডসিন আ্যান্ড সার্জারী চার বছর মেয়াদী কোর্সের ২০২১ সালের বার্ষিক কোয়ালিফাইং পরীক্ষা সামাজিক দূরত্ব বজায় রেখে ও কোঠোর ঘাট দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে ।