ভোলা জার্নালিস্ট ফোরাম ঢাকা'র শীতকালীন আড্ডা ও নৈশ ভোজ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ভোলা জার্নালিস্ট ফোরাম, ঢাকার উদ্যোগে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে শীতকালীন আডডা ও নৈশ ভোজের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, কবি নাসির আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইলিয়াছ খান, রিপোর্টস ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব দৃষ্টি ৭১ নিউজ এর সম্পাদক আউব আলী ফাহিম, সময় পূর্বাপর সম্পাদক কবি হাসান মাহমুদ, নির্বাহী সম্পাদক ইয়াছিন মোহাম্মদ, ইদ্রিস মাদ্রাজী, শাহ মতিন টিপু, জয়দেব নন্দী, শাহ আলম সিকদার জয়, bdfinancialnews24.com এর সম্পাদক ইউসুফ হোসাইন।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাকিব হাসনাত সুমন, সঞ্চালনা করেন সাধারন সম্পাদক রাবেয়া তাপসি আখি।
সভায় বিভিন্ন চ্যানেল ও জাতীয় পত্রিকার ভোলার প্রায় শতাধীক সাংবাদিক ছিলেন।