অসহায়-দরিদ্র নারীদের আত্ম- কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ
মিরাজ উদ্দিন, (শেরপুর)
শেরপুরে হতদরিদ্র ৫০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ (৮ জানুয়ারি) শনিবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার প্রত্তন্ত অঞ্চলের ওইসব নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন প্রধান অতিথি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে ও শেরপুর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. সালমান রহমান রাসেল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি, উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল আলম তালুকদার প্রমুখ।