শিরোনাম

South east bank ad

টেস্টে উন্নতির পথ পেয়েছে বাংলাদেশ

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

টেস্ট স্ট্যাটাস পাওয়ার দুই দশক পার হয়ে গেলেও এই ফরম্যাটে এখনো নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ দল। রঙ্গিন পোশাকে আলো ছড়ালেও টাইগাররা বিবর্ণ সাদা পোশাক গায়ে। লাল বলের ফরম্যাটে এবার সুদিন ফেরানোর স্বপ্ন বুনছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিউজিল্যান্ডে টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে এগিয়ে চলতে চায় বাংলাদেশ। এমন পারফরম্যান্স ধরে রেখে টেস্টে উন্নতির বার্তা নির্বাচক আব্দুর রাজ্জাকের কণ্ঠে।

নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় রাজ্জাক বলছিলেন, ‘যখন যে দলটাই বাংলাদেশ দল হয়ে আসে আমি তাদের ওপর বিশ্বাসী থাকি। এই গ্রুপটাও ব্যতিক্রম নয়। আমি অবশ্যই তাদের সবার ওপর বিশ্বাস রাখি। যে টেস্ট গেছে সেটা অসাধারণ ছিল। আশা করব এই পারফরম্যান্স ধরে রাখব। তাহলে টেস্টে আরও উন্নতি হবে।’

সঙ্গে যোগ করেন রাজ্জাক, ‘টেস্ট জেতা অনেক অনেক বড় ব্যাপার। তার ওপর সেটা যদি হয় নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। আমি যেটা বলব- এটা আমাদের অন্যতম সেরা জয়। যে সময়গুলোতে আমরা টেস্ট জিতেছি, প্রত্যেকটা সময়ই এরকম গুরুত্বপূর্ণ ছিল। আবার যখন আমরা প্রথম টেস্ট জিতেছিলাম সেটা ছিল আরও বেশি। যতগুলো টেস্ট আমরা জিতেছি আমাদের কাছে মনে হয়েছে এটাই মনে হয় সেরা। তবে এটা অন্যতম সেরা।’

দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। এটি সে দেশে খেলা দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের প্রথম জয়। সিরিজে এগিয়ে থেকে আগামীকাল (রোববার) দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে সফরকারীরা। এ ম্যাচ খেলতে নামার আগে রাজ্জাক পিছনে তাকাতে চান না, তবে ঘরের মাঠে পাকিস্তান সিরিজে ভরাডুবির প্রসঙ্গ তুললে জানালেন, খেলোয়াড়রা ভালোভাবেই বুঝতে পেরেছেন পারফরম্যান্স যে ভালো হয়নি। সেখান থেকে দল হিসেবে ঘুরে দাঁড়িয়েছেন সবাই।

রাজ্জাকের ব্যাখ্যা, ‘সিরিজে ওরা পিছিয়ে আছে। স্বাভাবিকভাবেই আরা দাপটের সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি আসলে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না বা চ্যালেঞ্জ দিতেও চাই না। আমাদের যে স্কিল আছে সেদিকে নজর দিতে চাই। আমাদের কাজ আমরা করব, তারপর ফলাফল আসবে। আমরা তো একটা ম্যাচ জিতে এসেছি। আমাদের কাছ থেকে ফলাফল বের করাও ওদের জন্য কঠিন হবে, এত সহজ হবে না।’

পাকিস্তান সিরিজের প্রসঙ্গ টানেন রাজ্জাক, ‘পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে আমাদের খুব খারাপ গেছে। খারাপ জিনিস নিয়ে বেশি আলোচনা করা উচিৎ নয়। খেলোয়াড়রা ভালোভাবেই বুঝতে পেরেছে পারফরম্যান্স যে ভালো হয়নি। তাদের এটাই বোঝান হয়েছে যে- জিনিসটা ভালো হয়নি, এটা থেকে ঘুরে দাঁড়াতে হবে। শুধু এতটুকুই। বাকি কাজ ওরা সুন্দরভাবে করেছে। যার ফলস্বরূপ নিউজিল্যান্ডে এসে টেস্ট জিতেছি।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: