আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা আওয়ামী লীগের সভাপতি
রাশেদ ইসলাম, (জয়পুরহাট):
জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে বাড়িঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দুটি পরিবার আর্থিক সহযোগিতা প্রদান করেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান।
আজ শুক্রবার ( ৭ জানুয়ারি) সকাল ১১ টায় পাঁচবিবি উপজেলার কাঁঠালবাড়ীর আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে অর্থিক সহযোগিতা প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। এ সময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবু চৌধুরী, জেলা পরিষদের সদস্য ফারুক হোসেন প্রমূখ।
উল্লেখ্য পাঁচবিবি উপজেলার আওলায় ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের মামুনুর রশীদ ও মকুল হোসেনের বাড়িতে গত ৫ জানুয়ারি বুধবার সকালে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই দুটি পরিবারের ঘর আসবাবপত্র ধান, চাল, পুড়ে ছাই হয়ে যায়।