নকল পণ্য উৎপাদন, মজুদ ও বিক্রি, র্যাবের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকার কেরাণীগঞ্জ, কামরাঙ্গীরচর ও লালবাগ এলাকায় নকল পণ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩৮ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা।
এরই ধারাবাহিকতায় গত ০৫ জানুয়ারি ২০২২ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকা হতে রাত ২২:০০ ঘটিকা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে আভিযানিক দল ঢাকার কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর ও লালবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন ও নকল কসমেটিক্স, প্লাস্টিকের আসবাবপত্র এবং বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে আইকন ডিস্ট্রিবিউশনকে- ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা, জিএমসি জেনারেল মার্কেটিং কোম্পানীকে- ৫,৪০,০০০/- (পাঁচ লক্ষ চল্লিশ হাজার) টাকা, রাজিব কর্পোরেশনকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, মারুফা প্লাস্টিককে- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, ক্যাপ্টেন পেন প্রোডাক্টকে- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, বিজি প্লাস্টিককে- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, সিটি প্লাইউড ইন্ডাস্ট্রিজকে- ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা এবং জাহিদ ক্যাবলসকে- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা করে ০৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৮,৯০,০০০/- (আটত্রিশ লক্ষ নব্বই হাজার) টাকা জরিমানা প্রদান করে। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোট ৫১,০০০/- (একান্ন হাজার) টাকা জব্দ ও ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ ও কাচামাল যা নকল পণ্য উৎপাদন কাজে ব্যবহৃত হতো তা নিলামে বিক্রয় করা হয়। তাছাড়াও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের নকল পণ্য ধ্বংস করা হয়।