ট্রাকচাপায় পৃষ্ট হলেন দুই যুবক
মোঃ আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল):
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাক চাপায় পৃষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আজহারুল ইসলাম ।
তিনি বলেন গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারী)বিকেলে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের আশারিয়ারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অভিযোগ না থানায় ওই দুইজনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ট্রাকটি আটক করে থানা হেফাজতে রাখা রয়েছে।
নিহতরা হচ্ছেন ইউনিয়নের শহরগোপিনপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে মোঃ ফরিদ মিয়া (৪৫) এবং শোলাকুড়া গ্রামের মান্নানের ছেলে আসাদুল (২৫)।
সাগরদিগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, বিকেলে ফরিদ ও আসাদুল মোটরসাইকেল নিয়ে সাগরদিঘীর দেওপাড়া একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।