শিরোনাম

South east bank ad

শিবগঞ্জের নিখোঁজ দুই কিশোরকে বেনাপোল সীমান্তে উদ্ধার

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার শিবগঞ্জ থেকে নিখোঁজ দুই কিশোরকে যশোরের বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদেরকে উদ্ধার করে শিবগঞ্জ থানায় আনেন পুলিশ।

উদ্ধরাকৃতরা হলো শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের খরপা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রাফিউল ইসলাম ওরফে রউফ (১৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বরট্ট গ্রামের জহুরুল ইসলামের ছেলে জুলকার নাঈন ওরফে নোমান।

পুলিশ জানায়, ২৮ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ী গ্রামের মৃত: বয়েজ উদ্দিনের ছেলে সেকেন্দার আলী (৬২) তার নাতি রউফ ও ভাগিনা জুলকার নাঈন নিখোঁজ বাড়ি থেকে নিখোঁজ হন।

এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি জিডি করা হয়। যার ২০৬, তাং- ২৮/১২/২০২১ ইং। জিডির প্রেক্ষিতে শিবগঞ্জ থানা পুলিশ তত্যপ্রযুক্তির মাধম্যে শনাক্তের পর অভিযান চালিয়ে বেনাপোল সীমান্ত থেকে দুই কিশোরকে উদ্ধার করে।

এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “দুই কিশোর চাকুরি খোঁজে বেনাপোল সীমান্ত এলাকায় যায়। তারা একটি হোটেল কাজ করছিলো। আমরা অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছি।”

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: