শিরোনাম

South east bank ad

দু'গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত-২৫

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শফিকুল খান জনি, (ফরিদপুর):

ফরিদপুরের সালথা উপজেলায় দু'গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশ সহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আজ বুধবার (৫ জানুয়ারি) সকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া ও ভাবুকদিয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামের বাদশা মিয়া ও তার সমর্থকদের সঙ্গে বালিয়া গ্রামের সরোয়ার মাতুব্বর ও তার সমর্থকদের সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্র ঢাল সরকি ইট-পাটকেল নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ১০ টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। এতে সালথা থানার পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বালিয়া গ্রামে একটি গ্রাম্য দলপক্ষের সালিশকে কেন্দ্র করে হিরু মোল্যার সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ সরোয়ার মাতুব্বরের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে রাতেই দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই সুত্র ধরে হিরু মোল্যাকে সমর্থন দেয় পার্শ্ববর্তী ভাবুকদিয়া গ্রামের বাদশা মিয়া ও তার সমর্থকরা। বুধবার সকালে ভাবুকদিয়া গ্রামের বাদশা মিয়া ও তার সমর্থকদের সঙ্গে বালিয়া গ্রামের সরোয়ার মাতুব্বর ও তার সমর্থকদের সংঘর্ষ বাধে।

সালথা থানার ওসি মোঃ আসিকুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাবার বুলেট, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয়পক্ষের ইটপাটকেলে সাত পুলিশ সদস্য আহত হয়। এলাকা শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: