লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ ১০
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সকালে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে ট্রলারটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে নদীর ওপারে কেরানীগঞ্জ যাচ্ছিল। এ সময় ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় এটি ডুবে যায়।
যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে পারে উঠলেও অন্তত ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন।
তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।